ডেঙ্গু প্রতিরোধে দুই দিনের কর্মসূচি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির
প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ২২:৩৪
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
সোমবার সাইদুর রহমান পিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার বেলা ১১টায় গোড়ান নবাবী মোড়, টেম্পু স্ট্যান্ডে এবং আগামী শনিবার বেলা ১১টায় জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এদিকে ঢাকা মহানগরে ডেঙ্গু আক্রান্তদের জন্য চিকিৎসাসেবা এবং রক্তের জন্য হটলাইন ও ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকাটাইমস/১৪অক্টোবর/জেবি/ইএস