কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৩৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা ভাটারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুর রাজ্জাক উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা ভাটারপাড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ও প্রতিবেশী জয়নাল আবেদিন জানান, আব্দুর রাজ্জাক সকালে নিজ পুকুরে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/১৯অক্টোবর/এসএ)

মন্তব্য করুন