গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

গাইবান্ধায় মাদক মামলায় সোহাগ মিয়া (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া এই মামলায় অপর একজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ফিরোজ কবির এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়দুর রহমান।
দণ্ডপ্রাপ্ত সোহাগ মিয়া গাইবান্ধা শহরের রেলওয়ে কলোনির (মহুরীপাড়া) আশরাফুল ইসলামের ছেলে। এছাড়া মামলায় খালাস পাওয়া ওই যুবকের নাম বাবু মিয়া ওরফে হোতা বাবু। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৩০ জানুয়ারি শহরের গোডাউন রোডের সরকারি কৃষি সম্প্রসারণ অফিসের সামনে থেকে সোহাগকে ১১১ দশমিক ৫ গ্রাস হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৫ হাজার টাকা। পরে একইদিন সোহাগের নামে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ।
গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়দুর রহমান জানান, মাদক মামলায় সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দিয়েছেন।
অপরদিকে এই মামলায় সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত না হওয়ায় বাবু মিয়া ওরফে হোতা বাবু নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/২২অক্টোবর/এসএ)

মন্তব্য করুন