বগুড়ায় ট্রাকচাপায় পথচারী নারীর মৃত্যু  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ১৪:১৪| আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৪:১৬
অ- অ+

বগুড়ায় বালুবাহী ট্রাকের চাপায় রেহেনা বেওয়া নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার সকালে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত রেহেনা খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রেহেনা সকালে বাড়ি থেকে বের হয়ে বাইপাস সড়ক দিয়ে হেঁটে তার কর্মস্থল যাচ্ছিলেন। পথিমধ্যে মোল্লা বাড়ির সামনে একটি বালুবাহী ট্রাকের সামনে থেকে আসা এক মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেহেনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন।

(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
গরমে কাঁচা আম খাওয়ার স্বাস্থ্যগুণ জানলে চমকে উঠবেন
মধ্যরাত থেকে গাজায় তীব্রতর হামলা, নিহত ৫১
রাজধানী ঢাকায় কোথায় কোথায় কোরবানির পশুর হাট বসবে, জেনে নিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা