বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পুতুলকে ছাড়া সরাসরি কাজ করতে চায় বাংলাদেশ
প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৪, ১৯:২৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ২১:৩২
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ফৌজদারি, আর্থিক ও মানবাধিকার অপরাধের অভিযোগে মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে ছাড়া ডব্লিউএইচওর সঙ্গে সরাসরি কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার।
বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়।'
তিনি বলেন, ‘বর্তমানে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি এখানে আঞ্চলিক পরিচালক আছেন সায়মা ওয়াজেদ পুতুল, তিনি আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি, আর্থিক ও মানবাধিকার অপরাধের অভিযোগে মামলা হয়েছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে যে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয় এবং বাংলাদেশ সরাসরি যোগাযোগ করতে পারে।’
তিনি আরও বলেন, সায়েমা ওয়াজেদ পতিত স্বৈরাচারীর পরিবারের সদস্য এবং তিনি দেশের জন্য তার সর্বোত্তম চেষ্টা করবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব।
এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটি একটি নৈতিক বিষয় কারণ সায়েমা ওয়াজেদ আর্থিক অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এবং তার ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার অপরাধ তদন্ত করছে । সুতরাং তাই তার সাথে কাজ করা সম্ভব নয়।
সরকার ডব্লিউএইচওর সাথে সরাসরি কাজ করতে আগ্রহী এবং সংস্থাটিকে এই বিষয়ে তারা কি পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কে বাংলাদেশ সরকারকে অবহিত করার অনুরোধ করা হয়েছে বলে উল্লেখ করেন শফিকুল আলম।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১ নভেম্বরে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ– পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন আর চলতি বছরের ১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। আগামী পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। বর্তমানে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক অফিসে কর্মরত রয়েছেন তিনি।
(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এমআর)