মোহাম্মদপুরে রাস্তার পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৪, ১১:৪৬
মোহাম্মদপুরে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নতুন রাস্তা পুলপার এলাকায় রাস্তার পাশে মরদেহটি পড়ে ছিল।
এদিন রাতে পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/১নভেম্বর/এলএম/এজে)
মন্তব্য করুন