সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিতে কুয়েত গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
কুয়েত সিটিতে জাতিসংঘের উচ্চ-পর্যায়ের সন্ত্রাস বিরোধী সম্মেলনে যোগ দিতে আজ রবিবার কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
কুয়েত, তাজিকিস্তান এবং জাতিসংঘের সন্ত্রাস দমন দপ্তর (ইউএনওসিটি) যৌথভাবে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন সহযোগিতা জোরদার এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা- দি কুয়েত ফেজ অব দি দুশানবে প্রসেস’ শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে। আগামী ৪ থেকে ৫ নভেম্বর এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া গণ্যমাধ্যমকে জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ সন্ত্রাস দমন এবং সীমান্ত নিরাপত্তা উদ্যোগের প্রতি ঢাকার অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ।
তিনি আরও জানান, পররাষ্ট্র উপদেষ্টার আগামী ৬ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।
জাতিসংঘের মতে, এই সম্মেলন মধ্য এশিয়ার বাইরে দুশানবে প্রক্রিয়ার পরিধি বিস্তৃত করতে, বিশ্বব্যাপী সন্ত্রাস-বিরোধী সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা, একাডেমিয়া এবং নাগরিক সমাজ ও বেসরকারী খাতের প্রতিনিধিদের পাশাপাশি আরব লীগ, মধ্য এশিয়া, আফ্রিকা এবং আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সন্ত্রাস বিরোধী বিশেষজ্ঞরা সমবেত হবেন।
এছাড়াও এতে যুব ও নারী প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করবেন।
আলোচনায় সন্ত্রাসী আন্দোলন প্রতিরোধ, সহযোগিতা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা জোরদার করার জন্য অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেয়া হবে।
সম্মেলনটি ৫ নভেম্বর ‘কুয়েত ঘোষণাপত্র’ গ্রহণের মাধ্যমে সমাপ্ত করা হবে, যাতে সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতার জন্য সম্মত ফলাফল এবং ভবিষ্যত নির্দেশনা প্রতিফলিত হবে।
(ঢাকাটাইমস/০৩নভেম্বর/এমআর)
মন্তব্য করুন