আফগানিস্তান সিরিজের আগে ভিসা জটিলতায় দুই ক্রিকেটার নাসুম-রানা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ১৫:৪০
অ- অ+

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের ক্ষত শুকাতে না শুকাতেই এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। ইতোমধ্যেই স্কোয়াডের ১৫ সদস্যের মধ্যে ১৩ জন পৌঁছেছে আরব আমিরাতে, তবে দুইজন আটকা পড়েছেন ভিসা জটিলতায়।

আফগানিস্তান সিরিজের স্কোয়াডে আছেন পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদ। তবে এ দুজন দলের বাকিদের সঙ্গে আমিরাত যাত্রা করতে পারেননি। ভিসা জটিলতার কারণেই দলের সঙ্গে যেতে পারেননি তারা।

জানা গেছে, এখনো ভিসা পাননি নাসুম এবং রানা। আজ এ দুজন ভিসা পাবেন বলে জানা গেছে। ভিসা পেলেই দুবাইয়ের বিমান ধরবেন এ দুজন।

নাসুম সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপে। মাঝের সময়টায় তিনি ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে। এদিকে এবারই প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাহিদ রানা।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

বাংলাদেশ দল

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

(ঢাকাটাইমস/ ০৪ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে বড়োসড়ো প্রশ্ন সোহেল তাজের
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন
২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: নির্বাচন কমিশন
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা, নতুন মুখ আকবরি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা