কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৮:০৩| আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৮:০৪
অ- অ+

কুয়াকাটা পর্যটন কেন্দ্রের পরিবেশ রক্ষায় বিচ ম্যানেজমেন্ট কমিটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। কুয়াকাটা পৌর ভবন থেকে সৈকতের জিরো পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কে প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এই উচ্ছেদ অভিযান দুই দিন চলবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. কৌশিক আহমেদ।

এসময় বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনা অন্যত্র স্থানান্তরের নির্দেশনা দেওয়া হলেও কেউ কেউ সরিয়ে নিলেও অনেকেই পাল্টা আল্টিমেটাম দেন প্রশাসনকে। সোমবারের কথা থাকলেও মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর আগে কুয়াকাটা পৌর প্রশাসক অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়তে হয়।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, ‘আমরা মোট চার শতাধিকের অধিক অবৈধ দখলদারকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেছি। তবে নির্দিষ্ট সময় অতিক্রম হলেও অধিকাংশ ব্যবসায়ীরা তাদের স্থাপনা সরিয়ে নেননি। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করছি।’

তিনি আরও বলেন, ‘কুয়াকাটা সমুদ্র সৈকতে যেখানে সেখানে দোকানপাট, খাবার হোটেল ও অবৈধ স্থাপনা তৈরি করে সরকারি জমি এবং সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিল। সৈকতের সৌন্দর্য রক্ষা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব স্থাপনা অপসারণ করা হয়েছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে ট‍্যুরিজম পার্কের পুর্ব পাশে বসানো হয়েছে। সরকারি ভূমিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। বিশেষ করে সড়কের পাশের ভূমি দখল করে স্থাপনা নির্মাণ জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে। সড়কের দুপাশের সৌন্দর্য নষ্ট করে এমন জবরদখল চলতে দেয়া যায় না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা রেলের সেই উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল
হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক মাহবুব আনোয়ারকে সংর্বধনা
ফেনীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা