কুমিল্লায় ভরি-আনায় স্বর্ণ মাপায় চার জুয়েলার্সকে জরিমানা
কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে চার জুয়েলার্সসহ পাঁচ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চান্দিনা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ এ তথ্য নিশ্চিত করেন।
কে এম হানিফ জানান, চান্দিনা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় মেট্রিক পদ্ধতির একক 'গ্রাম' ব্যবহার না করে ভরি, আনা, রতিতে স্বর্ণ পরিমাপ ও বিক্রি করায় মেসার্স আরোহি জুয়েলার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়, মেসার্স রাধিকা জুয়েলার্সকে ১৫০০ টাকা, মেসার্স সাহা জুয়েলার্সকে ২ হাজার টাকা ও মেসার্স নিশিতা জুয়েলার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভেরিফিকেশন সনদ না নিয়ে ডিজিটাল স্কেল ব্যবহার করার অপরাধে মেসার্স আসাদ স্টোরকে ৫০০ টাকা জরিমান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা মো. লুৎফুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) ও ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।
(ঢাকাটাইমস/৫নভেম্বর/মোআ
মন্তব্য করুন