ভোটের ফলাফলে কী পরিস্থিতি তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রে?

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ১০:০৮| আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১০:১১
অ- অ+

বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে নির্বাচন। সবার নজর এখন সেদিকে। কে হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট? রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্রেট দলের কমলা হ্যারিস? এ নিয়ে চর্চা তুঙ্গে।

পাশাপাশি ট্রাম্প বা কমলা জিতলে যুক্তরাষ্ট্রে কী পরিস্থিতি তৈরি হবে, তা নিয়েও আলোচনা বিভিন্ন মহলে। কারণ এই দুই প্রার্থীর নীতি ভিন্ন ভিন্ন। অভিভাসন নীতিতে যেমন ট্রাম্প ‘কট্টরপন্থী’। অন্যদিকে কমলা ভারতীয় এবং আফ্রিকান বংশোদ্ভূত হওয়ায় এই ইস্যুতে তিনি ‘উদারপন্থী’।

এদিকে ট্রাম্পের সমর্থকরাও ‘কট্টরপন্থী’। গতবার নির্বাচনের ফলাফল মানেননি তারা। সব মিলিয়ে নির্বাচনের ফল ফের আমেরিকায় ‘ঝড়’ তুলবে কি না, তা ভাবচ্ছে অনেককেই।

কমলা জিতলে গর্ভপাত, অভিভাসন নিয়ে আশ্বস্ত হতে পারেন মার্কিনিরা

যদি এই নির্বাচনে কমলা হ্যারিস জয়ী হন, তাহলে আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে যে তিনি শুধু ইতিহাস তৈরি করবেন তা নয়, কট্টর রিপাবলিকান রাজনীতি এবং ট্রাম্পের মতাদর্শের ‘মৃত্যু’ হবে বলেও ধরে নেওয়া যেতে পারে।

সাম্প্রতিককালে মার্কিন মুলুকে বেশ কয়েকটি নির্বাচনে ডেমোক্রেটরা ভালো ফল করেছে। তার অন্যতম কারণ হিসেবে দেখা যেতে পারে, মার্কিন গণতন্ত্র নিয়ে মানুষের মনে আশঙ্কা। ২০২০ সালের নির্বাচনের পরে ক্যাপিটল হিলের ওপর হামলার ঘটনা এখনো অনেকেরই মনে আছে।

এছাড়া গর্ভপাত, অভিভাসনের মতো বেশ কিছু নীতিতে ট্রাম্পের কট্টরপন্থা বহু রিপাবলিকানকেও ঠেলে দিয়েছে ডেমোক্রেটদের দিকে। তবে কমলা হ্যারিস জিতলে এসব ক্ষেত্রে মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হবেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প হারলে ২০২১ সালের পুনরাবৃত্তি?

২০২১ সালে ক্যাপিটালহিলে হামলার ঘটনা মার্কিন গণতন্ত্রের ইতিহাসে অন্যতম কালো অধ্যায়। অনেকেরই আশঙ্কা, ২০২৪ সালেও যদি ট্রাম্প হেরে যান, তাহলে এবারও ফলাফল মেনে নেবেন না তিনি। এই আবহে মার্কিন প্রশাসন আগেভাগেই ‘দাঙ্গা’র প্রস্তুতি নিয়ে রেখেছে বহু স্থানে।

যদি ২০২১ সালের সেই ঘটনার মতো ঘটনা ফের ঘটে মার্কিন মাটিতে, তাহলে দেশটি আরও বেশি বিভক্ত হয়ে পড়বে। তবে কী হবে না হবে, তাতো কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে। সেই পর্যন্ত অপেক্ষা।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় কয়েল কারখানায় জরিমানা 
সার্ক পুনরুজ্জীবিত হলে পুরো অঞ্চলে কল্যাণ বয়ে আনবে: প্রধান উপদেষ্টা
পর্তুগালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
আমিনুল হকের সঙ্গে উত্তরা প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির মতবিনিময়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা