রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা দল ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে মুক্তিযোদ্ধা দলের কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র সাবেক এমপি মিজানুর রহমান মিনু।
এদিকে, একই সময়ে মহানগর বিএনপির উদ্যোগে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন অর রশীদ মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।(ঢাকা টাইমস/০৭নভেম্বর/এসএ)
মন্তব্য করুন