খিলগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিকআপ জব্দ
রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিকআপ জব্দ করেছে পুলিশ।
খিলগাঁও থানা পুলিশ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর কারওয়ান বাজার পেট্রোবাংলা ভবনের সামনে অভিযান চালিয়ে পিকআপটি জব্দ করে।
গত ৯ অক্টোবর রাত ৮টা থেকে ১১টার মধ্যে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত কনস্ট্রাকশন সল্যুশনস নামক একটি প্রতিষ্ঠানের গোডাউনে ঢুকে অজ্ঞাতনামা ১৫-২০ জনের একটি দল প্রতিষ্ঠানের কর্মচারীদের আগ্নেয়াস্ত্রের মুখে কন্টেইনারের ভেতর আটকে রেখে গোডাউনে থাকা নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা লুট করে। পরে একটি পিকআপ ট্রাকে করে গোডাউনে থাকা প্রায় ৩৩ লাখ টাকার মালামাল, ১টি মোটরসাইকেল ও ১৫টি মোবাইল ফোন নিয়ে যায়।
এ ঘটনায় গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো রাসেল (৪৫), মো. মীর হোসেন (২৪) ও মো. আবুল হাসান (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ট্রাকটি খিলগাঁও থানা পুলিশ জব্দ করে।
(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এফএ)
মন্তব্য করুন