ইসরায়েলি মন্ত্রিসভায় রদবদল, নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:১৬| আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:১৯
অ- অ+

ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল ক্যাটজ। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার উত্তরসূরি নিযুক্ত করা হয়েছে গিডিয়ন সারকে।

বৃহস্পতিবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে শপথ নেন ক্যাটজ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা চালানোর পর গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানের বিভিন্ন বিষয়ে মতোবিরোধ ও ব্যবধান সৃষ্টি হওয়ায় মঙ্গলবার গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এদিকে গ্যালান্টের স্থলাভিষিক্ত হয়ে ইসরায়েলের শত্রুদের পরাজিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এতদিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ইসরাইল ক্যাটজ।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্যাটজের শেষ দিনে ইসরাইলি পুলিশ পূর্ব জেরুজালেমের এক ফরাসি মালিকানাধীন গির্জার কম্পাউন্ডে প্রবেশ করে দুই ফরাসি সৈনিককে আটক করলে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট অধিকৃত পূর্ব জেরুজালেমের এলিওনা চার্চ কম্পাউন্ডের এক নির্ধারিত সফর ত্যাগ করতে বাধ্য হন। ঘটনাটি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক টানাপোড়নের জন্ম দেয়।

বৃহস্পতিবার ক্যাটজের সঙ্গে এক আলাপকালে ব্যারোট বলেন ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে তবে ‘উপনিবেশকরণ’, ‘মানবিক সহায়তার ক্ষেত্রে বিধিনিষেধ’ এবং ‘উত্তর গাজায় বিমান হামলা অব্যাহত রাখাকে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকির কারণ বলে ইঙ্গিত দেন তিনি।

ইসরায়েলের সব রাজনৈতিক বিরোধী নেতারা তীব্র যুদ্ধ চলাকালীন প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রতিবাদ জানায় এবং হাজার হাজার ইসরাইলি রাস্তায় নেমে আসে।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি ভৈরবে গ্রেপ্তার
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী আজ
বিশ্বে প্রথম সুপার ফুড খেজুরের কোমল পানীয় মিলাফ কোলা এখন বাজারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা