আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের জন্য উইকেটকে দুষছেন মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অথচ টস হেরে বোলিংয়ে নেমে আফগানিস্তানকে ২৩৫ রানেই আটকে রেখেছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে জয়ের পথেই ছিল টাইগাররা। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে ৯২ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের হারের জন্য হুট করে উইকেটের বদলে যাওয়াকে দায়ী করেছেন মেহেদী হাসান মিরাজ। দলের সহ-অধিনায়ক মনে করেন, উইকেট আশানুরূপ আচরণ না করায় ব্যাটিং বিপর্যয় ঘটেছে বাংলাদেশের।
আগামীকাল (শনিবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন ধসের নেপথ্যে মেহেদী হাসান মিরাজ জানালেন উইকেটের বিরূপ আচরণ নিয়ে।
আজ (শুক্রবার) দুবাইতে এই অলরাউন্ডার বলছিলেন, 'একটা জিনিস দেখেন, যখন আমি আর শান্ত ব্যাটিং করছিলাম তখন আমাদের দুজনের কাছে উইকেট সহজই মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বল যখন একটু নরম এবং পুরনো হয়েছে তখন হঠাৎ করে টার্নিংটা শুরু হয়েছে, একটু বেশি।’
আরও যোগ করেন, ‘আপনি দেখেন মাঝে আমি আর শান্ত ধুঁকছিলাম ব্যাটিংয়ে, আমরা সেট ব্যাটার থাকাকালীন। হ্যাঁ, ওই সময় আমরা দুজন যেভাবে সেট ছিলাম আমাদের দুজনের ভেতরে একজনের শেষ করা উচিত ছিল। কারণ আমি শান্তকে বারবার বলছিলাম এই উইকেটে আমাদের দুজনের যেহেতু খেলতে সমস্যা হচ্ছে পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে।'
আফগান রহস্য স্পিনার গাজানফারের বলে বিধ্বস্ত হয়েছে টাইগার ব্যাটাররা। আফগান এই স্পিনার একাই শিকার করেছেন ৬ উইকেট। হয়েছেন ম্যাচসেরা।
মিরাজ অবশ্য জানালেন, উইকেটের কারণেই উল্টো হারতে হয়েছে দলকে, 'হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে।'
(ঢাকাটাইমস/ ০৮ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন