আলফাডাঙ্গায় আশ্রয়ণ-২ প্রকল্পে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন আশ্রয়ণ-২ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
১০ দিন ব্যাপী কৃষি, মৎস্য, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনগোষ্ঠী তৈরি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন বলেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল এখান থেকে শিখে ভবিষ্যতে তারা যেন কিছু করতে পারেন। কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে পরিবার নিয়ে একটু স্বচ্ছলভাবে চলতে পারেন। ভবিষ্যতে এই দক্ষতা কাজে লাগিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে পারেন। দর্জিবিদ্যা, পারিবারিক হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, গাভী পালনের উপর প্রশিক্ষণ শেষে কর্মজীবনে দক্ষতাকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান প্রমুখ।
(ঢাকা টাইমস/০৯নভেম্বর/এসএ)
মন্তব্য করুন