গণতান্ত্রিক সরকার ছাড়া সাংবিধানিক সংস্কার সম্ভব না: আব্দুল আউয়াল মিন্টু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ২১:৩২
অ- অ+

বিএনপির ভাইস চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মতো বিএনপিও মনে করে অনেক সংস্কার দরকার। তবে গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো সাংবিধানিক সংস্কার সম্ভব হয় না।

শনিবার ( নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা। ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া।

আব্দুল আওয়াল মিন্টু বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময়েও আমরা দেখেছি নানা সংস্কারের জন্য অনেক আইন করা হয়েছিল। তবে সেগুলো পরে আর বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, তারা একটি দিকনির্দেশনা দিক যাতে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন তা চালিয়ে যান।’

শুধু অন্তর্বর্তীকালীন সরকারই সংস্কার চায় না, সংস্কার বিএনপিরও কর্মসূচি বলে মন্তব্য করেন এই জ্যেষ্ঠ নেতা। বলেন,অনেক সংস্কার দরকার। সেটি আমরাও মানি। আমরা কোনো সংস্কারে বাধা দিচ্ছি না। তবে অনেক বহুমাত্রিক সংস্কার আছে। গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো সাংবিধানিক সংস্কার কখনো সম্ভব হয় না।’

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, সেটা তারা কোনোভাবেই চান না উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘তবে সরকার যদি নিজেদের সফল করতে চান, তাদেরও কিছু কর্তব্য আছে। তাদের পথ যেন লম্বা অমসৃণ না হয়। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে তারা একটি রোডম্যাপ দিক- কবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেবেন। গত ১৭ বছর এই লক্ষ্য অর্জনের জন্যই আমরা লড়াই করে চলেছি।’

গত সরকারের আমলে বিএনপি প্রথমে সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্রপরিচালনার ২৭ দফা সংস্কারের রূপরেখা দিয়েছিল; পরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা সংস্কারের রূপরেখা প্রণয়ন করে। সে কথাও সভায় তুলে ধরেন বিএনপির এই প্রভাবশালী কেন্দ্রীয় নেতা।

আব্দুল আওয়াল মিন্টু বলেন, ‘গত ১৬ বছর ধরে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অত্যাচারিত-নির্যাতিত হয়েছেন। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ ৬২ হাজার মামলা দেয়া হয়েছে। দলের ৬২ হাজার নেতাকর্মী আসামি হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আমরা প্রাথমিক বিজয় লাভ করেছি। সবার প্রতি অনুরোধ- নিজেদের বিজয়ী ভেবে জনগণ থেকে যেন বিচ্ছিন্ন না করে ফেলি।’ নিজেদের ঐক্যবদ্ধ রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানই ছিল তাদের লক্ষ্য- এ কথা উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘যত দিন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হয়, তত দিন পূর্ণাঙ্গ বিজয় আসবে না। সেই পর্যন্ত আমাদের লড়াই যেন চলতে থাকে।’

ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মো. সেলিম রেজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব সবজি ও ফল
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা