রহমাত-আতাল জুটি ভাঙলেন নাসুম আহমেদ
বাংলাদেশের দেওয়া ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। এরপরেই জুটি গড়েন সেদিকউল্লাহ আতাল ও রহমাত শাহ। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামালেন নাসুম আহমেদ।
দ্বিতয় ওয়ানডেতে আফগানদের হয়ে ওপেনিংয়ে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আতাল। তবে শুরুতেই এই জুটিকে থামান তাসকিন আহমেদ। তাসকিনের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ। তার বিদায়ে ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানরা।
১৮ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন সেদিকউল্লাহ আতাল ও রহমাত শাহ। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে আফগানরা। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামালেন নাসুম আহমেদ। নাসুমের বলে মেহেদী হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান সেদিকউল্লাহ আতাল। তার বিদায়ে ভাঙল ৫২ রানের জুটি।
এর আগে শারজায় শনিবার (৯ নভেম্বর) সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্তর পর মাহমুদউল্লাহ রিয়াদ; ১০ রানের মধ্যে টানা ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তাতে প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও শঙ্কা জাগে কম রানে অলআউট হওয়ার। তবে শেষদিকে নাসুম আহমেদ ও অভিষিক্ত জাকের আলী অনিকের ক্যামিও ইনিংসে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে লাল সবুজদের সংগ্রহ ২৫২ রান।
সিরিজ জয় করতে আফগানদের সামনে টার্গেট ২৫৩। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন অধিনায়ক শান্ত, নাসুম ২৪ বলে ২৫ আর জাকের ২৭ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাঙ্গেলিয়া খারোতে। ২টি করে উইকেট নিয়েছেন গাজানফার ও রশিদ খান।
(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন