চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১৯:০২
অ- অ+

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি'র চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সময় তিনি চট্টগ্রাম অঞ্চলে খেলাপী বিনিয়োগ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব ও আমানতদারিতার সাথে কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তারে নির্দেশনা দেন। শরিয়াহ’র উদ্দেশ্যের আলোকে স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগ, নতুন উদ্যোক্তা তৈরি, শ্রমঘন উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিখাতে বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেনসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং এ অঞ্চলের সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১০নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী আজ
বিশ্বে প্রথম সুপার ফুড খেজুরের কোমল পানীয় মিলাফ কোলা এখন বাজারে
শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নকে’ দেখা গেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব সবজি ও ফল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা