থাকছেন না শান্ত, আফগানদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৯২ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরে নাজমুল শান্তর দল। সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। ফলে তৃতীয় ওয়ানডেটি অলিখিত ফাইনাল রূপ নিয়েছে। যে দল জিতবে সিরিজ তাদের।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ সোমবার (১১ নভেম্বর) তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচে খেলতে পারছেন না নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন শান্ত। আফগানিস্তানের ইনিংসে ফিল্ডিং করার সময় কুঁচকিতে ব্যথা পান তিনি, সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। অধিনায়কের অনুপস্থিতিতে মেহেদী হাসান মিরাজ বাকিটা সময় দায়িত্ব পালন করেন। শান্তর চোটের জায়গায় এমআরআই করা হয়েছিল।
সবাই অপেক্ষায় ছিল এমআরআই রিপোর্টের জন্য। সেই রিপোর্ট অবশ্য বাংলাদেশ ক্রিকেটকে কোনো সুখবর এনে দিতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই নামতে হচ্ছে টাইগারদের।
ওয়ানডেতে এই মুহূর্তে শান্তকে বাংলাদেশের সেরা ব্যাটার বললে আপত্তি তোলার সুযোগ মোটেও নেই। গত বছরের শুরু থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনিই যে এক হাজার রানের গণ্ডি পেরিয়েছেন। ৩২ ম্যাচে করেছেন ১ হাজার ২৭৮ রান। সেঞ্চুরিও সবচেয়ে বেশি, ৩টি। আরও চমকপ্রদ ব্যাপার এই যে, এই সময়ে শান্তর চেয়ে বেশি রান করেছেন আর মাত্র ৬ জনা। ১ হাজার ৮০৫ রান নিয়ে সবার উপরে পাথুম নিসাঙ্কা।
চলতি সিরিজেও শান্ত সর্বোচ্চ রানসংগ্রাহক। ২ ম্যাচে ১২৩ রান এসেছে তার ব্যাট থেকে। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে ১১৯ বলে ৭৬ রান করে দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন, ফলস্বরূপ ম্যাচসেরাও হন। তার খেলতে না পারার বিষয়টি বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ বাড়াবে বৈকি!
এর আগে মুশফিকুর রহিম ছিটকে গেছেন চোটের জন্য। বলতে গেলে বাংলাদেশের স্কোয়াড এখন নেমে গেছে ১৩ জনে। শান্তর ইনজুরির পর দলে ব্যাক আপ ব্যাটার বলতে আপাতত জাকির হাসান।
অবশ্য গত ম্যাচে শান্তর বিকল্প হিসেবে ফিল্ডিং করতে নেমে তিনিও চোট পেয়েছেন, তবে সেটা গুরুতর নয়। শান্ত না থাকায় তিনিই জায়গা পেতে পারেন মূল একাদশে। তবে সেক্ষেত্রে দলের কম্বিনেশন নিয়ে কিছুটা ভাবতে হবে।
শান্ত না থাকলে দলের টিম কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে জাকির এলে তিনি শান্তর জায়গায় নামতে পারেন। এছাড়া বাকি দলে পরিবর্তন আসার সম্ভাবনা বেশ কম। এই ম্যাচেও বাংলাদেশ খেলবে তিন পেসার আর এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। স্পিনার হিসেবে গত ম্যাচে বেশ ভালোই করেছিলেন নাসুম। আজও তাকেই দেখা যাবে। আর অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে মেহেদী হাসান মিরাজকে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হোসেন, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
(ঢাকাটাইমস/১১ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন