৫৬ ঘণ্টা পর শ্রমিক আন্দোলন প্রত্যাহার, সড়কে যানবাহন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ১৫:০৬
অ- অ+

গাজীপুরে ৫৬ ঘণ্টা পর শ্রমিক আন্দোলন প্রত্যাহার করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিক্ষুব্ধ শ্রমিক ও কারখানার মালিক পক্ষের সঙ্গে মধ্যস্থতার মাধ্যমে আন্দোলন প্রত্যাহার করতে সক্ষম হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা বেতন পরিশোধের আশ্বাস পেয়ে মহাসড়ক ছেড়ে দেন। পরে মহাসড়কে গত ৫৬ ঘণ্টা ধরে আটকে থাকা যানবাহন চলাচল সচল হয়েছে।

এর আগে, শনিবার ( ৯ নভেম্বর) গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা ওইদিন বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরপর থেকে এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দেয়। ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলরত পরিবহন চালক, যাত্রী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। সড়কে আটকে থাকা শতশত পরিবহন রেখে চলে যান চালকরা।

আন্দোলনের খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তাদের আশ্বাস প্রত্যাখান করে শ্রমিকরা শক্ত অবস্থান নেন। সবশেষ সোমবার দুপুর ২টার দিকে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, দুপুর ২টার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছেন। ইতোমধ্যে তিনদিন ধরে অচল অবস্থায় থাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে কয়েক কিলোমিটার যানজট রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে যানজট কেটে সড়কটি স্বাভাবিক হয়ে যাবে।

(ঢাকা টাইমস/১১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-ভৈরব বাজার রুটে নরসিংদী কমিউটার ট্রেন চলাচল শুরু, খুশি এলাকাবাসী
বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম, প্রতিভরি ১৫৬৯৯৬ টাকা
স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে বাংলাদেশের পতাকা দিয়ে শুভেচ্ছা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা