পুতিন-ট্রাম্পের ফোনালাপের খবর গুজব: রাশিয়া
ইউক্রেন সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কোনো ফোনালাপ হয়নি, খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
রবিবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে, দ্বিতীয়বার বিজয়ী হওয়ার পর পুতিনকে ফোন করেছিলেন ট্রাম্প এবং ইউক্রেন যুদ্ধ আর না বাড়াতে রুশ প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন তিনি।
ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদনে বিষয়ে এক সংবাদ সম্মেলনে সোমবার পেসকভ বলেন, ‘এটি একটি বিখ্যাত সংবাদমাধ্যমের নিম্ন মানের তথ্য প্রকাশের একটি উজ্জ্বল উদাহরণ, যা একেবারে বাস্তবতার সঙ্গে মিলে না। এটা “বিশুদ্ধ কল্পকাহিনী”। এই তথ্য শুধুমাত্র গুজব। দুই নেতার মধ্যে কোনো কথোপকথন হয়নি।’
এ সময় ট্রাম্পের সঙ্গে যোগাযোগের কোনো পরিকল্পনা পুতিনের আছে কিনা জানতে চাইলে পেসকভের, বর্তমানে ট্রাম্পের সঙ্গে কথা বলার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই পুতিনের।
এরআগে রবিবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে জয়ের পরেই বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বাসভবন থেকে পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। তখনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ সম্পূর্ণ হয়নি। তার আগেই দুই নেতার মধ্যে কথা হয়।
এতে আরও বলা হয়, ট্রাম্প মূলত ইউক্রেন যুদ্ধ এবং এ সংক্রান্ত জটিলতা নিয়ে পুতিনের সঙ্গে কথা বলেছেন। যুদ্ধ বন্ধ করার জন্য এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনকলের বিষয়ে তাদেরকে আগে জানানো হয়নি। ই কারণ তারা এই বিষয়ে আপত্তি জানাতে পারে না।
সূত্র: আরটি
(ঢাকাটাইমস/১১নভেম্বর/এমআর)
মন্তব্য করুন