বেনাপোলে যাত্রী পারাপার কমে অর্ধেক, রাজস্বে ধস

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ১৩:০৫| আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৩:৫৪
অ- অ+

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ক্রমেই কমছে। ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় যাত্রী পারাপার কমে অর্ধেকের নিচে নেমে গেছে। তাতে এই খাতে রাজস্ব আদায়ে ধস নামছে।

বন্দর সূত্রে জানা গেছে, বছরে প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব আসে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রীদের ভ্রমণ কর থেকে। গত ৫ আগস্টের আগে প্রতি মাসে গড়ে ১৫ কোটি টাকার মতো রাজস্ব আয় হতো এই খাতে। বর্তমানে তা নেমে এসেছে তিন কোটিতে। তখন প্রতিদিন আট হাজারের বেশি যাত্রী পারাপার হতো, বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে অর্ধেকের নিচে।

বেনাপোল থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় অধিকাংশ পাসপোর্ট যাত্রী এই পথে ভারতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বর্তমানে ভারতে যাতায়াতকারী যাত্রীদের অধিকাংশই রোগী। ট্যুরিস্ট, বিজনেস, স্টুডেন্ট ভিসার যাত্রীসংখ্যা নেই বললেই চলে। ভারত সরকার ভিসা বন্ধ করে দেওয়ায় বেকায়দায় পড়েছে রোগীরা। বিজনেস ভিসা না দেওয়াতে দেশের বৃহত্তর স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে।

ভারতে চিকিৎসা করাতে যাচ্ছেন সবুজ হোসেন। ভিসা পেতে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘বর্তমানে চিকিৎসা ভিসাও পাওয়া খুব ঝক্কির। আবেদনের দীর্ঘদিন পর কোনো রকম চিকিৎসার জন্য মেডিকেল ভিসা পেয়েছি। আগামী দিনে আর ভিসা পাব কি না সন্দেহ আছে।’

ভারতগামী যাত্রী দীপা রানী বলেন, ‘আগে থেকে জানতাম ইমিগ্রেশনে অনেক মানুষ থাকে। অনেক ভিড় থাকত। কিন্তু আজ এসে দেখি মানুষজন একেবারে নাই। আমরা খুব নিরিবিলি যাচ্ছি। আমাদের ভিসা শেষ পর্যায়ে। এখন যেহেতু ভিসা দেওয়া বন্ধ, পরবর্তীতে আর ভিসা পাব কি না জানি না।’

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে আগে ৭-৮ হাজার যাত্রী যাতায়াত করত। গত ৫ আগস্টের পর যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/মোআ/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ নিয়ে বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
বগুড়ায় কয়েল কারখানায় জরিমানা 
সার্ক পুনরুজ্জীবিত হলে পুরো অঞ্চলে কল্যাণ বয়ে আনবে: প্রধান উপদেষ্টা
পর্তুগালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা