জাবিতে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন
লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকালে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
লাল-সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাহফুজুর রহমান।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা, গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান বাপ্পি, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা প্রমুখ।
সংগঠনের ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগীর প্রকোপ বেড়েছে চলছে। গত ২ মাসে প্রায় ৫০ জন শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এ বিষয়টি নিয়ে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন। এমতাবস্থায় ক্যাম্পাসে ডেঙ্গু সচেতনতায় লাল-সবুজ উন্নয়ন সংঘ সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান, অতিদ্রুত সময়ে ক্যাম্পাসে ডেঙ্গু মশা নিধনে স্প্রে ও ওষুধ দেয়া । এছাড়াও বিশ্বিবদ্যালয় মেডিকেলে ডেঙ্গু টেস্টের পর্যাপ্ত কিট ও চিকিৎসা পর্যাপ্ত সুব্যবস্থা রাখা। পরিশেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রশাসনের পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)
মন্তব্য করুন