সাংস্কৃতিক সংযোগ সৃষ্টিতে নজরুলের সাহিত্যকর্ম অনন্য মাধ্যম: প্রণয় ভার্মা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, ১৬:২৩
অ- অ+

সাংস্কৃতিক সংযোগ সৃষ্টিতে কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মকে অনন্য মাধ্যম বলে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) আয়োজিতনজরুলের শ্যামা সঙ্গীত অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে কথা বলেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ ভারতের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী অমূল্য সৃষ্টিকর্ম। দুই দেশের মানুষে-মানুষে ঘনিষ্ঠ সম্পর্ক সাংস্কৃতিক সংযোগ বিনির্মাণে অনন্য প্ল্যাটফর্ম তার সৃষ্টিকর্ম।

আইজিসিসি পরিচালক হাইকমিশনের প্রথম সচিব (রাজনীতি সংস্কৃতি) অ্যান ম্যারি জর্জের উপস্থাপনায় অনুষ্ঠানে নজরুলের বিখ্যাত কবিতা আবৃত্তি করেন শিল্পী টিটো মুন্সী। শ্যামাসঙ্গীত পরিবেশন করেন শিল্পী মৃদুলা সমাদ্দার বিজন চন্দ্র মিস্ত্রী।

অনুষ্ঠানে হাইকমিশনারের স্ত্রী মানু ভার্মা, ডেপুটি হাইকমিশনার পাওয়ান বাধেসহ বাংলাদেশের শিল্প-সংস্কৃতি সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
ছয় বিভাগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা