সাংস্কৃতিক সংযোগ সৃষ্টিতে নজরুলের সাহিত্যকর্ম অনন্য মাধ্যম: প্রণয় ভার্মা
সাংস্কৃতিক সংযোগ সৃষ্টিতে কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মকে অনন্য মাধ্যম বলে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ।
মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) আয়োজিত ‘নজরুলের শ্যামা সঙ্গীত’ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী অমূল্য সৃষ্টিকর্ম। দুই দেশের মানুষে-মানুষে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগ বিনির্মাণে অনন্য প্ল্যাটফর্ম তার সৃষ্টিকর্ম।’
আইজিসিসি পরিচালক ও হাইকমিশনের প্রথম সচিব (রাজনীতি ও সংস্কৃতি) অ্যান ম্যারি জর্জের উপস্থাপনায় অনুষ্ঠানে নজরুলের বিখ্যাত কবিতা আবৃত্তি করেন শিল্পী টিটো মুন্সী। শ্যামাসঙ্গীত পরিবেশন করেন শিল্পী মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রী।
অনুষ্ঠানে হাইকমিশনারের স্ত্রী মানু ভার্মা, ডেপুটি হাইকমিশনার পাওয়ান বাধেসহ বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/মোআ)
মন্তব্য করুন