সিনিয়র স্টাফ নার্সের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৫৫২ জন
সিনিয়র স্টাফ নার্সের (১০ম গ্রেড) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৪ হাজার ৫৫২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পিএসসি জানায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪ হাজার ৫৫২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এলএম/ইএস)
মন্তব্য করুন