শ্রীপুরে বিশেষ অভিযানে  তিন কোটি টাকার বনভূমি উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৪, ১৮:১৫
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগে বিশেষ অভিযানে প্রায় তিন কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার মাওনা ইউনিয়নের রাথুরা বিট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

শ্রীপুর রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, রাথুরা বিটের বেলতলী ক্যাম্পের পাশে (সিএস দাগ নং ২৭০০) সাইদুর রহমান তার লোকজন দিয়ে বনের জমিতে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। সংবাদ পেয়ে বিট অফিসের লোকজন গিয়ে কাজে বাধা দেন এবং কিছু সীমানা প্রাচীর ভেঙে দেয়া হয়। কিন্তু পরবর্তীকালে সাইদুর তার লোকজন দিয়ে পুনরায় কাজ শুরু করেন।

পরে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুখলেছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। উদ্ধারকৃত জায়গার দাম তিন কোটি টাকা বলে জানায় রেঞ্জ অফিস।

ওই অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর রেঞ্জের কর্মকর্তা,রাথুরা বিটের কর্মকর্তাসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে সাইদুর রহমান নামে এক ব্যক্তি বন বিভাগের জমি জবরদখল করছে। এমন খবর পেয়ে প্রথমে রাথুরা বিট কর্মকর্তার নেতৃত্বে এবং পরে রেঞ্জ কর্মকর্তার কার্যালয় বিট কর্মকর্তার কার্যালয়ের বন বিভাগের সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা দখলমুক্ত করা হয়।’

তিনি আরো জানান, ঘটনায় জবর দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং উদ্ধারকৃত জমিতে বনের চারা রোপণ করা হবে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশকে অপহরণ করে ডাকাতদলের পলায়ন! অতঃপর যা ঘটলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা