মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৪, ১৮:২৪
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১নম্বর ওয়ার্ডে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে পূবাইল থানাধীন ৪১নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, কনক হোসেন ৮ থেকে ১০ বছর আগে তিন বিঘা জমিতে একটি পুকুর খনন করেন। দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন স্থায়ী বাসিন্দা ইউসুফ। ভূক্তভোগী পরিবারটির অভিযোগ পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারকে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে গেল রাতে অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে পুকুরে থাকা প্রায় ৮-১০ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য ১ থেকে ২ লাখ টাকা।

ভূক্তভোগী ইউসুফ জানান, পুকুরে মাছ চাষ করেই কোনোভাবে আমার সংসারটি চালাচ্ছি। দুর্বৃত্তরা রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। যারা পুকুরে বিষ দিয়েছে তাদের বিচার চাই আমি।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/১৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-ভৈরব বাজার রুটে নরসিংদী কমিউটার ট্রেনের চলাচল শুরু, খুশি এলাকাবাসী
বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম, প্রতিভরি ১৫৬৯৯৬ টাকা
স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে বাংলাদেশের পতাকা দিয়ে শুভেচ্ছা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা