নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ প্রায় ২০০
নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় নারীসহ প্রায় ২০০ জন যাত্রী নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার রাজ্যের ডাম্বো-ইবুচি জেলায় নাইজার নদীতে যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নৌকাটিতে নারী, ব্যবসায়ী এবং কৃষক শ্রেণির মানুষ ছিলেন।
ইব্রাহিম মুসা নামের একজন বাসিন্দা জানান, বেশিরভাগ যাত্রী ইবুচি যাওয়া উদ্দ্যেশে নৌকায় উঠেছিলেন। তাদের মধ্যে অনেকেই বাজারে যাচ্ছিলেন।
দেশটির অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষের মুখপাত্র সুলেমান মাকামা জানিয়েছেন, নিখোঁজ অনুসন্ধানে উদ্ধার অভিযান চলছে।
সূত্র: আনাদোলু
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এমআর)
মন্তব্য করুন