গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, এক দিনে নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:০১
অ- অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বর্বর বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার উত্তরের বেইত লাহিয়ার দুটি বাড়িতেই বিমান হামলায় ৭৫ জন প্রাণ হারিয়েছেন।

শনিবার সকালে লাইভ আপডেটে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

গণমাধ্যমটি বলছে, হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধার স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৩৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরলস এ হামলায় আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে এক লাখ ৫ হাজার ৭০ জন।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধা ও দুর্ভোগ চরম বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭০ শতাংশের বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।

ঢাকাটাইমস/৩০নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা