সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৯৪ রান
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড নারী দলে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভালো হয়েছে বাংলাদেশ নারী দলের। টস হেরে বোলিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে আইরিশদের ১৯৩ রানে আটকে দিয়েছে টাইগ্রেসরা।
শনিবার (৩০ নভেম্বর) মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৯৪ রান। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অ্যামি হান্টার। বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন।
টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে অধিনায়ক গ্যাবি লুইসকে হারায় আইরিশরা। ১২ বলে ২ রান করে সুলতানা খাতুনের শিকার হন তিনি।
আরেক ওপেনার সারা ফোর্বসকে বাংলাদেশ আউট করে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের বলেই। ৩৪ বলে ১৩ রান করা এই ব্যাটার নাহিদা আক্তারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। তৃতীয় উইকেট জুটিতে বড় রান পায় আয়ারল্যান্ড।
হান্টার-ওরলার জুটি থেকে আসে ৮৯ রান। এই জুটি ভাঙে রান আউটে। ৭২ বলে ৩৭ রান করে আউট হন ওরলা। তবে হাফসেঞ্চুরি তুলে নেন হান্টার। ৮৮ বলে ৬৮ রান করে স্বর্ণা আক্তারের বলে এলবিডব্লিউ হন তিনি।
এরপর রানের গতি কিছুটা স্লথ হয়ে যায়। যদিও শেষদিকে লরা ডেলেনির ব্যাটে রানও কম হয়নি। ৫০ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ১৫ বলে ১৮ রান করেন উনা রেমন্ড।
(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন