সাদমানের অর্ধশতক, শুরুর বিপর্যয় সামলে নির্বিঘ্নে দিন পার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:২১| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬
অ- অ+

ভেজা আউটফিল্ডের কারণে দফায় দফায় পিছিয়ে যায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার জ্যামাইকা টেস্টের টস। দুই সেশন পণ্ড হয় এতে করে। কয়েক দফা মাঠ পরিদর্শনের পর অবশেষে আম্পায়াররা ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেন। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ।

মাত্র ১০ রানে দুই উইকেট হারিয়ে ধুকতে থাকা টাইগাররা অবশ্য দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করেছে সাদমান-দীপু জুটির ব্যাটে ভর করে। জাকির হাসানের জায়গায় দলে ফিরেই ফিফটি পেয়ে গেছেন সাদমান ইসলাম। তার অর্ধশতকে ভর করে ২ উইকেট হারিয়ে ৬৯ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।

তুলনামূলকভাবে ভালো অবস্থানে থেকে দিন শেষ করার পেছনে ক্যারিবীয়দের অবদানও কম নয়। ১০ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর সাদমান ও শাহাদাত হোসেন দিপু ৩ বার জীবন পেয়েছেন ক্যারিবীয় ফিল্ডারদের ভুলে।

সাবিনা পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানেই বাংলাদেশ হারায় মাহমুদুল হাসান জয়ের উইকেট। কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছে সাজঘরে ফিরে যান বাংলাদেশি এই ওপেনার।

বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হকও। তিনি রোচের বলেই খোঁচা দিয়ে একই কায়দায় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন শূন্যরানে। ১০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। কয়েকবার জীবন পেলেও বাকি সময়টা পাড় করেছেন সাদমান ও দিপু।

ব্যক্তিগত ১৫ রানে স্লিপে সাদমানের ক্যাচ ফেলেছেন অ্যালিক আথানেজ। এরপর ব্যক্তিগত ১৫ রানে তিনি জীবন পান। শর্ট কাভারে তার ক্যাচ হাতছাড়া করেছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। পরের ওভারেই শাহাদাত হোসেন দিপুর ক্যাচ মিস করেছেন জেইডেন সিলস।

তিনবারের চেষ্টাতেও ক্যাচ মুঠোয় নিতে পারেননি তিনি। এরপর ৯৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাদমান। সাদমান দিন শেষে ১০০ বলে ৫০ রান করে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে ধৈর্যশীল ইনিংস খেলেছেন দিপু। তিনি ৬৩ বলে ১২ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু
সাহস বটে ওলিওর! পালিয়ে থেকেও দখলে নিলেন শতকোটির সম্পত্তি
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, ফিরছেন বাসায়
প্রথম বিভাগের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির আলোচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা