নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ডলার
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত নভেম্বর মাসের দেশে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রায় ২২০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৩৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। গত বছর একই সময়ে ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।
রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৩৩ লাখ ডলার। এসব রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রেরিত অর্থ এসেছে ৯৭ কোটি মার্কিন ডলার। বেসরকারী ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ১২২ কোটি ৩১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) মধ্যে জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে এসেছে ২৪০ কোটি মার্কিন ডলার এবং সবশেষ নভেম্বরে এসেছে ২২০ কোটি ডলার।
(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এমআর)
মন্তব্য করুন