বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, মোবাইল-মানিব্যাগ নিয়ে সটকে গেছেন কেউ, মিলছে না পরিচয়
রাজধানীর মোহাম্মদপুরে বসিলা সড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ওই যুবকের মোবাইল ও মানিব্যাগ খোয়া যাওয়ায় মিলছে না তার পরিচয়। আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত ওই তরুণের মরদেহ রাস্তার পাশে রেখেছে পুলিশ। ঘাতক বাসের ধাক্কায় যুবকের হেলমেট ভেঙে মাথায় রক্তক্ষরণ শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার সকাল ১০টার দিকে বসিলার এসপিবিএন পুলিশ ব্যারাকের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বসিলা এলাকার এসপিবিএন ব্যারাকের সামনের সড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন, যার আনুমানিক বয়স ২৫ বছর। মোটরসাইকেল চালক মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলার দিকে যাচ্ছিলেন। আর বসিলা থেকে রমজান পরিবহনের একটি বাস মোহাম্মদপুরের দিকে আসছিল। মাঝপথে পুলিশ ব্যারাকের সামনে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরেকটা কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সজোরে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলে হেলমেট ভেঙে যুবকের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বসিলা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা মরদেহ উদ্ধার করে রাস্তার পাশে রেখেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে কর্তব্যরত আলভী নামে একজন পুলিশ সদস্য বলেন, “নিহতের পরিচয় এখনো জানা যায়নি। কারণ তার মোবাইল ও মানিব্যাগ কেউ নিয়ে গেছে। এ কারণে তার পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ ঘটনায় তিন রাস্তার মোড়ে রমজান পরিবহনের বাস আটক করা হয়েছে।”
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. তারেক সেকেন্দার ঢাকা টাইমসকে বলেন, “আমাদের পুলিশ সেখানে আছে। নিহতের পরিচয় জানতে কাজ চলছে। বাস আটক আছে । কাভার্ডভ্যান আটকের চেষ্টা চলছে।”
(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এসএস/এফএ)
মন্তব্য করুন