ওমর সানীর বাসায় চুরি, থানায় মামলা
সময়টা ভালো যাচ্ছে না একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর। কয়েক দিন আগেই তিনি জানিয়েছিলেন দেশের পটপরিবর্তনের পর থেকে তার রেস্টুরেন্ট ব্যবসার নাজুক অবস্থা। তারই মধ্যে খবর এলো অভিনেতার বাসায় চুরি হয়েছে, যে ঘটনায় থানায় মামলাও করেছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান।
তিনি আরও জানান, চুরি হওয়া মোবাইল ও টাকা উদ্ধারে এরই মধ্যে পুলিশ কাজ শুরু করেছে।
এ বিষয়ে ওমর সানী বলেন, ‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’
অভিনেতার ধারণা, মর্নিং ওয়াকে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে চুরি করেছে। তিনি মনে করেন, যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআই নম্বরসহ সমস্ত তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব।
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন