এবি পার্টির নির্বাচন ও সংবিধান সংস্কার প্রস্তাব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১৯| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২
অ- অ+

নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনে দলের মতামত ও প্রস্তাব হস্তান্তর করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এবি পার্টির আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনার এবং সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার এই প্রস্তাবনা হস্তান্তর করে।

প্রস্তাবনাগুলো নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার এবং সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. আলী রিয়াজের কাছে হস্তান্তর করা হয়।

নির্বাচন সংস্কার কমিশনের পক্ষে বৈঠকে আরো উপস্থিত ছিলেন- ড. তোফায়েল আহমেদ, ড. মো. আব্দুল আলীম, নেসার আমীন।

এবি পার্টির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, বিএম নাজমুল হক, ব্যারিস্টার জুবায়ের আহমদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মো. আলতাফ হোসাইন, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।

এবি পার্টি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচন ও সংবিধান সংস্কারের গুরুত্বের ওপর জোর দিয়েছে। পার্টি আশা করে, এই প্রস্তাবনাগুলো দেশের রাজনৈতিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
আয়ানের মৃত্যু: দুই চিকিৎসক ও ইউনাইটেড হাসপাতালকে দায়ী করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা