অটোরিকশার পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের
প্রাইভেট পড়তে যাওয়ার পথে টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু।
শুক্রবার সকাল ৯টার দিকে যমুনা সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোবিন্দাসী এলাকায় দুলাল হোসেন চকদারের গরুর খামার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরুখ আকন্দ নাবিল জেলার পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।
আহতরা হলেন- ভূঞাপুর উপজেলা পৌর শহরের বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার ও ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন। তারা তিনজনই বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে তিন বন্ধু যমুনা সেতু বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা গোবিন্দাসী দুলাল হোসেন চকদারের গরুর খামার নামকস্থানে পৌঁছলে তাদের সামনে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজনের মধ্যে একজন মাথায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আরও দুজন। পরে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করেন স্থানীয়রা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ঘটনায় ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অপরদিকে, নিহত নাবিলের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/০৬ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন