রাজধানীতে সাংবাদিকের ওপর হামলা: ডিআরইউ-র‌্যাকের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:৫৬| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:০২
অ- অ+

সংবাদ প্রকা‌শের জের ধ‌রে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানের ওপর অত‌র্কিত হামলা চা‌লি‌য়ে‌ছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাজধানীর বিজয়নগর নাইটেঙ্গেল মোড়ে এ হামলার ঘটনা ঘ‌টে। এ সময় তারা সংবাদ প্রকা‌শ থে‌কে বিরত না থাকতে বলা হয়। অন‌্যথায় প্রাণনা‌শের হুম‌কি দি‌য়ে চ‌লে যায়। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বশির হোসেন। জিডি নম্বর ৪২৭।

এদি‌কে এ ঘটনায় ডিআরইউ ও র‌্যাকসহ বি‌ভিন্ন সাংবা‌দিক সংগঠন তীব্র নিন্দা জা‌নি‌য়ে দ্রুত জ‌ড়িত‌দের গ্রেপ্তা‌রের দা‌বি জা‌নি‌য়ে‌ছে।

এ প্রসঙ্গে সাংবাদিক বশির হোসেন খান বলেন, “শুক্রবার বেলা ১২টায় রিকশাযোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার সময় বিজয়নগর নাইটেঙ্গেল মোড় থেকে সামনে পৌঁছালে ‌মোটরসাইকেল আরোহী অজ্ঞাত পাঁচ-ছয় জন হঠাৎ রিকশা গতিরোধ করে রিকশা থেকে নামতে বলে। আমি পরিচয় জানতে চাইলে তারা আমাকে ধরে টানাটানি করে এবং সঙ্গে থাকা ব্যাগ ধরে টেনে রিকশা থেকে ফেলে দেয়। শরীরে আঘাত করে। এ সময় প্রাণনা‌শের হুমকি দি‌য়ে বলে, ‘তুই আর কোনো দিন সিদ্ধিরগঞ্জ যাবি না, ওই এলাকার ডিপিডিসি নিয়ে নিউজ করলে জানে মেরে ফেলবো।’ একপর্যা‌য়ে আমি চিৎকার দি‌লে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।”

ব‌শির জানান, গত ১০ নভেম্বর ‘দুই প্রকৌশলী’র কব্জায় সিদ্ধিরগঞ্জের ডিপিডিসি’, ২ ডিসেম্বর ‘ডিপিডিসির প্রকৌশলীর পকেটে ঘুষের টাকা’, ৫ ডিসেম্বর ‘দোকান খুলে বসেছেন প্রকৌশলী অমিত’ এবং ৬ ডিসেম্বর ‘ডিপিডিসির অমিত অধিকারীর দুর্নীতি, অভিযুক্ত প্রকৌশলীকে রক্ষায় তদন্ত কমিটির প্রধান মরিয়া’ শিরোনামে দৈনিক জনবাণী পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

বশির হোসেন খান বলেন, ‘‘আমি মনে করি, এসব সংবাদে যেসব ব্যক্তিদের দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে তারাই অজ্ঞাত দুর্বৃত্তদের পাঠিয়ে ক্ষতি করার চেষ্টা করছে।’’

ডিআরইউর নিন্দা: হামলার নিন্দা জা‌নি‌য়ে শনিবার এক বিবৃতিতে ডিআরইর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে ডিআরইউ নেতারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

র‍্যাকের নিন্দা: রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন-র‍্যাক সদস্য, দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে র‍্যাক।

র‍্যাক সভাপতি জেমসন মাহবুব এবং সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা বশির হোসেনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/আরএইচ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট
অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ: ভারতসহ সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
শীতে হাত-পায়ের চামড়া উঠে বিশ্রি অবস্থা? সমাধান ঘরেই
উপেক্ষিত বাবর, সমাদৃত বাবর!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা