‘থানায় জিডির এক ঘণ্টার মধ্যে সাড়া দেবে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:০৫
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘ঢাকা মহানগরের থানাগুলোতে জিডির ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর নয়, এক থেকে দুই ঘণ্টার মধ্যে সাড়া দেবেন পুলিশ অফিসার। তিনি অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনবেন। গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেবেন।’

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি একজন সেবক। আমি রেভিনিউ, ট্যাক্স কালেক্টর না। আমার কাজ সেবা দেওয়া।’

উদাহরণ দিয়ে কমিশনার বলেন, ‘তেজগাঁও থানায় ৫০০ মামলা হোক সমস্যা নেই, সেজন্য আমি কমিশনার জবাবদিহি করব। কেন ৫০০ মামলা হলো। সেটার জবাব আমি দেব। মামলা হোক, জিডি হোক সমস্যা নেই, কিন্তু কোনো ঘটনা যেন হাইড (গোপন) না থাকে। যে ঘটনায় মামলা হওয়ার কথা, সেটার জন্য মামলাই নিতে হবে, যেটার জন্য জিডি নেওয়ার কথা সেটার জিডিই হতে হবে।’

নতুন একটি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আগে জিডি হওয়ার পরে ৪৮ থেকে ৭২ ঘন্টা পর তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করতো বা ঘটনাস্থলে যেতো। কিন্তু এখন সেসময় পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়, জিডি নথিভুক্ত হওয়ার দুই-এক ঘণ্টার মধ্যে অফিসার যেভাবেই হোক ঘটনাস্থলে যাবেন বা অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবেন, সে ব্যবস্থা চালু হবে। তিনি অভিযোগকারীর বক্তব্য শুনবেন, সে অনুযায়ী ব্যবস্থা নিবেন। মামলা নেওয়ার মতো ঘটনা হলে অভিযোগকারীকে থানায় ডেকে নিয়ে মামলা গ্রহণ করবেন। তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করবেন৷’

তিনি আরও বলেন, ‘আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ডিএমপিতে এই ব্যবস্থা চালু হবে। সেজন্য নতুন লোক প্রশিক্ষিত করা হচ্ছে৷ এক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে তাদের থানায় থানায় পাঠানো হবে।’

সবশেষে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি চাই সেবা প্রদানে রেসপন্স টাইম কমে আসুক। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সবাইকে পুলিশি সহায়তা দেওয়া হোক।’

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা