১০৪ রানেই ৬ উইকেট নেই বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দৃর্দান্ত ব্যাটিং করলেও দ্বিতীয় ম্যাচে এসেই খেই হারিয়ে ফেললো টাইগররা। আবারও নেই ব্যাটিং ব্যর্থতার পুরোনো রোগ দেখা দিয়েছে টাইগার শিবিরে। যার ফলে মাত্র ১০৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তবে নিজেদের জুটিকে আজ বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হলেন তারা।
দিনের শুরুতেই আজ সাজঘরে ফিরে গেলেন সৌম্য সরকার। ৫ বলে মাত্র ২ রান করে জেইডেন সিলসের বলে মিড অনে গুড়াকেশ মোতির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান সৌম্য। তার বিদায়ে ২৬ রানেই ওপেনিং জুটি ভাঙল বাংলাদেশের।
সৌম্য সরকারের বিদায়ের পর ক্রিজে আসেন লিটন কুমার দাস। তবে খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি তিনি। ১৯ বলে মাত্র ৪ রান করে জেইডেন সিলসের বলে এভিন লুইসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। প্রথম ম্যাচেও ব্যর্থ ছিলেন তিনি। প্রথম ম্যাচে ফিরে যান ২ রান করে। তার বিদায়ে ৪১ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।
৪১ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। ৫ বলে মাত্র ১ রান করে জেইডেন সিলসের তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মিরাজ। তার বিদায়ে ৫৪ রানে ৩ উইকেট হারায় টাইগাররা।
মিরাজের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফিরে যান একপ্রান্ত আগলে রাখা তাসজিদ হাসান তামিম। মাত্র ৪ রানের জুটি অর্ধশতক মিস করেন তিনি। ৩৩ বলে ৪৬ রান করে জাস্টিন গ্রিভসের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ৬৪ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৬৪ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ। জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন তারা। তবে দলীয় ১০০ রানে আফিফ হোসেনের বিদায়ে ৩৬ রানে ভাঙে এই জুটি। ২৯ বলে ২৪ রান করে গুড়াকেশ মোতির বলে মিড অফে শেরফান রাদারফোর্ডের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আফিফ। যার ফলে ভেঙে যায় ৩৬ রানের জুটি।
আফিফের বিদায়ের পর সাজঘরে ফিরে যান জাকের আলী অনিকও। তাকেও ফেরান গুড়াকেশ মোতি। গুড়াকেশ মোতির বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান জাকের। জাকেরের বিদায়ে ১০৪ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন