দিনাজপুরে জেঁকে বসেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:২৬
অ- অ+

দিনাজপুরে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। এতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। দুপুর গড়িয়ে বিকাল হতে চললেও দেখা মেলেনি সূর্যের। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচলও।

বুধবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও দিনভর হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন। ভোরে ঘন কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এ ছাড়া শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় এক কিলোমিটার। তবে শীতের হাত থেকে বাঁচতে খোলা বাজারে ফুটপাতে বেড়েছে গরম কাপড় বেচাকেনা।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাচার হওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রেস উইং
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এলাচ! আলসারের সমস্যায়ও মহৌষধ
এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা