সিরিয়ায় বাশারের বাবা হাফিজের কবরে আগুন দিলো বিদ্রোহীরা
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের কবর জ্বালিয়ে দিয়েছে সে দেশের বিদ্রোহীরা।
হাফিজ আল-আসাদও স্বৈরশাসক ছিলেন। হাফিজ ২০০০ সালে মারা যাওয়ার পর বাশার আল-আসাদ ক্ষমতায় বসেন।
বিদ্রোহীরা আগুন দেওয়ার ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে পশ্চিম লাতকিয়া প্রদেশে হাফিজ আল-আসাদের জ্বলন্ত কবরের পাশে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন বিদ্রোহী যোদ্ধা।
সেই সময় হাফিজের কবরের একাংশ দাউ দাউ করে জ্বলছিল। এই সময় একটি কফিনেও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, কফিনটি ওই কবর থেকে তুলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বাশারের বাবা হাফিজ ২০০০ সালে মারা যাওয়ার পর তাকে পৈতৃক ভিটা কারদাহাতে কবর দেওয়া হয়। তিনি ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়া শাসন করেন।
গত ৮ ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে নেয়। এর আগে ধারাবাহিক অভিযানে বিদ্রোহীরা সিরিয়ার বড় বড় শহরগুলো একের পর এক দখল করে নেয়।
বিদ্রোহীরা চারদিক থেকে রাজধানী দামেস্ক ঘিরে ফেললে বাশার আল আসাদ তার পরিবারসহ ব্যক্তিগত বিমানে রাশিয়ায় আশ্রয় নেন।
ঢাকাটাইমস/১২ডিসেম্বর/ইএস
মন্তব্য করুন