ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটিতে জবির তিন মুখ 

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪
অ- অ+

দলীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান নির্বাচিত হন। এর তিন মাস পর সংগঠনটির ১১৪ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন স্থান পেয়েছেন।

সম্প্রতি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন হলেন— সহ-সভাপতি মুনতাসিরুল ইসলাম, আশফাক শরীফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক তৌসিব মাহমুদ সোহান।

এ ব্যাপারে তৌসিব মাহমুদ সোহান বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তার জন্মলগ্ন থেকেই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে গেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে। বর্তমান কমিটিও অগ্রজদের দেখানো সেই পথেই চলবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বাধিক গুরুত্ব দিবে ছাত্র অধিকার পরিষদ, পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে ছাত্র অধিকার পরিষদের অংশগ্রহণ থাকবে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনটিটিউটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সরাসরি কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয় বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নাজমুল হাসান। এতে ২৪ জনকে সহ-সভাপতি, ২৩ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (বিভাগ ভিত্তিক), ৩২ জনকে সম্পাদকীয় পদে, ১৭ জনকে সহ-সম্পাদকীয় পদে, ৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণের জন্য জুলাই গণঅভ্যুথান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে একজনকে পদায়ন করা হয়েছে।

(ঢাকা টাইমস/১২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা