একদিন আগেই ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই বেশ জমে উঠেছে। বর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে ইতিহাস গড়া জয় তুলে নেয় ভারত। তবে অ্যাডিলেইড টেস্টেই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরে অজিরা।
তৃতীয় ম্যাচে দুই দলই আগামীকাল মাঠে নামবে ব্রিসবেনের গ্যাবায়, এর একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে ছিলেন জশ হ্যাজলউড, সেই ম্যাচে তিনি খেলেছেনও দুর্দান্ত, তবে দ্বিতীয় ম্যাচে চোটের কারণে তিনি খেলতে পারেননি। তার বদলে দলে জায়গা পেয়েছিলেন স্কট বোল্যান্ড।
সিরিজের তৃতীয় ম্যাচে হ্যাজলউড খেলবেন নাকি বোল্যান্ডই মাঠে নামবেন তা নিয়ে অনিশ্চয়তা ছিল, তবে অনিশ্চয়তা দূর হয়েছে। হ্যাজলউড ম্যাচ খেলার জন্য ফিট হওয়ায় তিনিই আবার একাদশে ফিরছেন। এছাড়া একাদশে আর কোনো পরিবর্তন আনেনি অজিরা।
অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচ মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক
(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন