অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই: জোনায়েদ সাকি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৪১
অ- অ+

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই সরকার কীভাবে সফল করা যায় সে বিষয়েই রাজনৈতিক ঐক্য তৈরি করতে হবে। সরকারের রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক উত্তরণে সাফল্যের জন্য সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

শুক্রবার বিকালে খুলনা প্রেসক্লাবে আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এক গণসংলাপে তিনি এসব কথা বলেন।

গণসংলাপে যোগদানের জন্য গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখা, ফুলতলা উপজেলা, ডুমুরিয়া উপজেলা, খালিশপুর থানা, যশোর জেলার অভয়নগর উপজেলা, সাতক্ষীরা জেলা, শ্যামনগর, আশাশুনি, দেবহাটার নেতা-কর্মী-সংঠক ও শুভানুধ্যায়ীরা ফেরিঘাট থেকে খণ্ড খণ্ড মিছিল করে প্রেসক্লাবের গণসংলাপ স্থলে যুক্ত হন। এছাড়াও খুলনা নগরের বিশিষ্ট নাগরিক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, নারীনেত্রী, উন্নয়ন সংগঠক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

জোনায়েদ সাকি বলেন, সরকার, রাজনৈতিক দল, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষসহ দেশের সব জনগণ আজ ঐক্যবদ্ধ। জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করবে। দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে। সরকারের কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে আলাদা করতে হবে। বিচার বিভাগ উচ্চ আদালতের অধীন একটি সচিবালয় দ্বারা চলবে। উচ্চ আদালতের বিচারক নিয়োগ সরকারের সঙ্গে থাকলে চলবে না। নিম্ন আদালতের নিয়োগ উচ্চ আদালত দেবে। আমাদের সরকারের জবাবদিহি আনতে হবে। প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহি নাই। দুই টার্ম (মেয়াদ) থাকলেও তো তিনি ১০ বছর প্রধানমন্ত্রী থাকবেন, তাঁকে অবশ্যই জবাবদিহি করা উচিত।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘ফ্যাসিস্টরা শক্তিশালী হলেও তাদের ষড়যন্ত্রের জাল আমাদের শক্তির চেয়ে বেশি নয়। ভারতীয় শক্তির পক্ষে সমর্থিত হয়ে আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক ভাবে ব্যবহার করে ভারতে বিজেপির ভোটের রাজনীতিতে হাওয়া দিচ্ছে। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব তাদের এইসব ষড়যন্ত্রমূলক তৎপরতার ফলে আজ হুমকির সম্মুখীন। এদের রুখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী ও স্বনির্ভর করতে হবে। সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্র হতে হবে স্থানীয় সরকার।’

গণসংলাপে দেশের বর্তমান পরিস্থিতির উন্নতি, বাংলাদেশ রাষ্ট্রের গতিমুখ, বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য সহনীয় করার দাবি জানানো হয়। এ ছাড়া পোশাক শ্রমিকসহ অন্যান্য খাতের শ্রমিকদের চাকরির নিরাপত্তা ও সর্বোপরি দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানো ও নিজেদের সংগঠনের শক্তি বাড়ানো বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

গণসংলাপে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল এবং সঞ্চালনা করেন জেলা সদস্য আল আমিন শেখ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু।

বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক মো. অলিয়ার রহমান শেখ, ঝিনাইদহ জেলা আহ্বায়ক নজরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) খুলনা মহানগর সভাপতি খান লোকমান হাকিম, নাগরিক নেতা এ্যাড কুদরত-ই-খুদা, নারীনেত্রী ও উন্নয়ন সংগঠক শিলভী হারুন, এ্যাড বেগম আক্তার জাহান রুকু, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা কমিটির আহ্বায়ক মো. মোশারেফ হোসেন, অভয়নগর উপজেলা কমিটির সদস্য সচিব সামস সারফিন সামন, সাতক্ষীরা জেলা সংগঠক সাংবাদিক আলফাত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন যশোর জেলার যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অন্তরা, রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা কমিটির সদস্য সচিব আবদুর রাজ্জাক তালুকদার, খালিশপুর দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবীর প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা