বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করে ফুলছড়ি থানার পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার ওই যুবদল নেতা ফুলছড়ি উপজেলার যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান আক্তার হোসেন। তিনি উপজেলার পারুলের চর গ্রামের মোগরব আলীর ছেলে।
ওসি বলেন, বুধবার দুপুরে বিচারপতি খুরশীদ আলম তার বাসভবনের সামনে পায়চারি করছিলেন। এ সময় আকতারুজ্জামান বিচারপতির কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন