গুরুতর অসুস্থ সাবেক সংসদ সদস্য এস এ খালেক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:৫২
অ- অ+

বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এ খালেক গুরুতর অসুস্থ।

গত বুধবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পর শনিবার রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে।

এস এ খালেক দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার দুপুরে তাকে দেখতে গিয়েছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম।

এস এ খালেকের পরিবার ও দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

এস এ খালেক অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৮৬ সালে ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে ষষ্ঠ জাতীয় নির্বাচনের পূর্বে তিনি পুনরায় বিএনপিতে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হন।

সবশেষ ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনয়নে অংশ নিয়ে পরাজিত হন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ছেলে আবু বকর সিদ্দিক সাজু বাবার আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘন হয়নি: প্রেস সচিব
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান
রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, আহত ৪০
চরফ্যাশনে লুকিয়ে ছিল মোহাম্মদপুরের খুনি, র‍্যাবের সফল অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা