প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫০| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:১৬
অ- অ+

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটে।

স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে নিজ ক্যাম্পাস এলাকায় কর্মসূচি দিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে দুপুরে শতাধিক আন্দোলনরত শিক্ষার্থী প্রেসক্লাবের সামনে জড়ো হন।

পরে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের দিকে চলে যান। এরপরই সেখানে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা। যা একসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পরিণত হয়। পরিস্থিতির অবনতি হলে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রেসক্লাব ও সচিবালয়ের আশপাশের পরিস্থিতি থমথমে রয়েছে।

জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকালে সাক্ষাতের কথা ছিল।

এ সময় বাইরে অপেক্ষায় করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

তবে গুলির অভিযোগ অস্বীকার করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

ঢাকা টাইমসকে তিনি বলেন, শিক্ষার্থীদের আমরা সতর্কতার সঙ্গে সরিয়ে দিয়েছি। এই পরিস্থিতিতে গুলির কোনো ঘটনা ঘটেনি।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬৬ টন পঁচা গম ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামে 
ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি জামায়াতের আমির
নোয়াখালীতে নৌকাডুবে স্কুলছাত্রীর মৃত্যু
তরুণ প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা