শহীদ আব্দুল্লাহর ক্যানসারে আক্রান্ত ছোট ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ২১:১৫
অ- অ+

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ-এর ছোট ভাই জিসান ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

জিসানের ক্যানসার চিকিৎসার জন্য শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ইতিপূর্বে তাকে আরও চারটি কেমোথেরাপির সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে। জিসানের শারীরিক অবস্থা এখন ভালোর দিকে। ডাক্তার বলেছেন— সে সুস্থ হয়ে যাবে। রবিবার থেকে তার রেডিও থেরাপি শুরু হচ্ছে। এটা চলবে ৩৩ দিন। প্রতিটি রেডিও থেরাপির খরচ ৬০০০ (ছয় হাজার) টাকা করে। শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ-এর মাতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আবদুল্লাহ বিন জাহিদ গত ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় এই মাতা জানতে পেরেছেন তাঁর ১৪ বছর বয়সী ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।

ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 
বিদ্যুৎ খাত উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা