চার নতুন মুখ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮
অ- অ+

আগামী মাসের ১৯ তারিখ মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আসন্ন এই আসরকে সামনে রেখে একে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো। সেই তালিকায় যোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকাও। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আর তাতে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে খেলার জন্য ডাক পেয়েছেন চার ক্রিকেটার।

টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন নরকিয়া-এনগিডির মতো অভিজ্ঞ পেসাররা। চোটের কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন এনরিখ নরকিয়া। চ্যাম্পিয়নস ট্রফির দিয়ে দলে ফিরছেন তিনি। ২০২৪ সালের শেষভাগে এসে চোটে পড়েছিলেন লুঙ্গি এনগিডি। তাকেও রাখা হয়েছে স্কোয়াডে।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দল থেকে প্রোটিয়াদের স্কোয়াডে আছেন ১০ জন। আর চার নতুন মুখ উইয়ান মুল্ডার, টনি দে জর্জি ও রায়ান রিকেলটন। প্রথমবারের মতো প্রোটিয়াদের হয়ে আইসিসি ইভেন্টে খেলবেন তারা।

প্রোটিয়াদের বোলিং বিভাগেটা আলাদা করে নজর কাড়বে এই আসরে। নরকিয়া, এনগিডিদের সাথে রয়েছেন কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও তাবরাইজ শামসি। ব্যাটিংয়ে এইডেন মারক্রাম, ফন ডার ডুসেনদের সাথে ঝড় তুলতে আছেন হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলাররা। অলরাউন্ডার আছেন মার্কো ইয়ানসেন ও উইয়ান মাল্ডাররা।

দক্ষিণ আফ্রিকার হেড কোচ রব ওয়াল্টার দলের অভিজ্ঞতাকেই দেখছেন মূল শক্তি হিসেবে, ‘এই স্কোয়াডে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন। এমন টুর্নামেন্টে অভিজ্ঞতা অনেক কাজে দেবে। তারুণ্য ও অভিজ্ঞতা মিলিয়ে আমাদের স্কোয়াডটা দুর্দান্ত। আমরা ২০২৩ বিশ্বকাপের স্কোয়াড থেকে ১০ জনকে নিয়েছি। সাম্প্রতিক সময়ে আইসিসির টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স প্রমাণ করে আমরা অনেকদূর পৌঁছাতে পারব। এই টুর্নামেন্টেও আমাদের এটাই লক্ষ্য।’

আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের 'বি' গ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডুসেন।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা